• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক মার্চ ১০, ২০২৪, ০৫:২৭ পিএম
ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টারইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম তিনটি শট ঠেকিয়েছেন।

প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে সমতা আনেন। কোনো দল আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ। ফাইনালের ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে।

লিগ পর্বে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল ভারতকে। এক মাসের ব্যবধানে নারী ফুটবলে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে খেলেছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ফাইনালে কেউ জিততে পারেনি। যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল দুই দল।

বাংলাদেশ একাদশ
ইয়ারজান বেগম, অর্পিতা বিশ্বাস, শিউলি রায়, আরিফা আক্তার, সাথী মুনদো, আলপি আক্তার, ক্রানুচিং মারমা (অনন্যা মুরমু বিথি), ফাতেমা আক্তার (মমিতা) ও সুরভী আকন্দ প্রীতি।

আইএ

Wordbridge School
Link copied!