ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করায় তৃতীয় ওয়ানডেতেও তাকে নিয়েই একাদশ গড়ার পরিকল্পনা ছিল টিম ম্যানেজম্যান্টের।
কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (১৭ মার্চ) সকালে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই পেসার।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম। এছাড়াও দলে পেসার আছেন আরও তিনজন-তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ঢাকা থেকে মুঠোফোনে তানজিম হাসানের চোটে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে দ্বিতীয় বল করেই চোটে পড়েছিলেন তিনি। উঠে যান মাঠ থেকে। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম বল করেছেন পুরো ১০ ওভারই, ৬৫ রানে নিয়েছেন ১ উইকেট।
বাংলাদেশের মতো চোট সমস্যায় আক্রান্ত শ্রীলঙ্কা দলেও। রোববার সকালেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজে আর খেলবেন না তাদের বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাও।
দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাদুশঙ্কা। ওভারের মাঝপথে টান পেয়ে উঠে গিয়েছিলেন বাহাতি এই পেসার। এ ইনজুরিতে বাংলাদেশ সফর থেকেই ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন লঙ্কানদের তারকা এই পেসার।
এআর