• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্লেজিং করছিল তো, তাই অ্যাটাক করেছি: রিশাদ


ক্রীড়া ডেস্ক মার্চ ১৯, ২০২৪, ১১:১৪ এএম
স্লেজিং করছিল তো, তাই অ্যাটাক করেছি: রিশাদ

ঢাকা: দীর্ঘ অপেক্ষারই যেন অবসান। একজন লেগ স্পিনারের শূন্যতা সবসময়ই ছিল বাংলাদেশ দলে। সেই অভাবই যেন পূরণ করতে এসেছেন রিশাদ হোসেন।

রিশাদ হোসেন মানে শুধু একজন লেগ স্পিনারই নন, রিশাদ হোসেন মানে ব্যাট হাতে ঝড়। সিলেটে শেষ টি-টোয়েন্টির পর চট্টগ্রামে আরও একবার সেটাই দেখলেন সবাই। 

রিশাদের মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ঝোড়ো ইনিংস ৯.৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে এনে দিয়েছে ৪ উইকেটের জয়, সেই সঙ্গে সিরিজ জয়ও।

ম্যাচ শেষে রিশাদকে প্রশ্ন করা হয় ১৮ বলে ৪৮…কোনো পরিকল্পনা ছিল কিনা?

জবাবে রিশাদ বলেন, না, তেমন কিছু নয়। স্লেজিং করছিল তো, তাই একটু অ্যাটাক করেছি (হাসি)। আমি সব সময়ই ছক্কা মারার জন্য রেডি থাকি, বিশ্বাস করেন। আমি রেডি থাকি যে সব সময় বল দেখব আর মারব। আর কিছু নয়।

এআর

Wordbridge School
Link copied!