• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশ-ফিলিস্তিন প্রথমার্ধ গোলশূন্য


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২৪, ০৪:৩৩ পিএম
বাংলাদেশ-ফিলিস্তিন প্রথমার্ধ গোলশূন্য

ঢাকা: র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দলটি শুরু থেকেই আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। তবে লাল-সবুজদের ডি-বক্সে গিয়ে সুবিধা করতে পারছিল না ফিলিস্তিন। আক্রমণে গিয়েছিল বাংলাদেশও। তবে সহজ কিছু সুযোগ হাতছাড়া করে ফাহিম-রাকিবরা।

ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম হাফের খেলা পর্যন্ত গোল খায়নি ক্যাবরেরার দল।

এদিকে আগের ম্যাচ থেকে একাদশে বেশকিছু পরিবর্তন এনেছেন ক্যাবরেরা। ঈসা ফয়সালকে বসিয়ে সেন্টারব্যাক শাকিলকে দলে নেয়া হয়েছে। দলে শাকিল আশায় নিজের পুরনো ফুলব্যাক পজিশনে ফিরে যাচ্ছেন বিশ্বনাথ। তবে অবস্থান অপরিবর্তিত থাকছে আরেক ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্টারব্যাক তপু বর্মণের পজিশন। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানা।

বাংলাদেশ একাদশ:  
মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এআর

Wordbridge School
Link copied!