ঢাকা : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১০০ রানের আগেই গুটিয়ে গেলো বাংলাদেশ নারী দল। সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান করেছে জ্যোতির দল। ৫০ ওভারের ম্যাচে অজি বোলারদের তোপে মোটে ২৬ দশমিক ২ ওভার খেলতে পারল টিম টাইগ্রেস।
বুধবার (২৭ মার্চ) মিরপুর স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল।
শুরু থেকে অজি নারীদের বোলিংয়ে দিশেহারা হয়ে পরে বাংলাদেশ দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তার ছাড়া কেউ তেমন একটা কিছুই করতে পারেনি। জ্যোতি ১৬ ও মারুফা করেন ১৫ রান।
এছাড়া ফারজানা হক পিংকি ৫, মুরশিদা খাতুন ৮, রিতু মণি ১, স্বর্ণা আক্তার ১০, রাবেয়া খান ৪, ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন ১০ রান করতে পারেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন কিম গ্রার্থ এবং অ্যাশলে গার্ডনার।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সুমাইয়া আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি, ফোব লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, কিম গ্রাথ।
এমটিআই