• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আবারো পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম 


ক্রীড়া ডেস্ক মার্চ ৩১, ২০২৪, ১১:৫৬ এএম
আবারো পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম 

ঢাকা: যেই গুঞ্জন ডাল-পালা বেঁধেছিল অবশেষে সেটাই সত্যি হলো। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরেছেন বাবর আজম। 

পিসিবি জানিয়েছে, দেশটির ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণের নেতৃত্ব থেকে অনেকটা বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। 

দায়িত্ব ছাড়ার তিন মাসের মাথায় আবারও পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পেলেন বাবর আজম। অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। টেস্টের অধিনায়ক করা হয়েছিল শান মাসুদ।

তবে বাবরের দায়িত্ব পাওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল, খুব বেশিদিন দায়িত্ব ধরে রাখতে পারছেন না আফ্রিদি। শোনা যাচ্ছিল, টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাবরকে অধিনায়ক হিসেবে ফেরাতে চায় পিসিবি।

শেষ পর্যন্ত পিসিবি জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন বাবর, ‘বাবর আজমকে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করা হচ্ছে।  পিসিবির নির্বাচক কমিটি, চেয়ারম্যান মহসিন নাকভি চাইছেন বাবরই ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব নিক।’

এআর

Wordbridge School
Link copied!