Menu
ঢাকা: ওভারের শেষ বল হওয়ায় এক রানের চেষ্টা ছিল কামিন্দু মেন্ডিস। তাইজুল ইসলাম বল করার সঙ্গে সঙ্গেই নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যান আসিথা ফার্নান্দো। কামিন্দুর স্ট্রেইট ড্রাইভ ধরে স্টাম্প ভাঙেন তাইজুল। বিদায়ঘণ্টা বাজে আসিথার।
৭ চার ও ২ ছক্কায় ১৬৭ বলে ৯২ রানে অপরাজিত থেকে যান কামিন্দু। শ্রীলঙ্কার ইনিংস থামে ৫৩১ রানে। টেস্ট ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া এটিই সর্বোচ্চ দলীয় স্কোর।
শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান অন্তত তিন ব্যাটসম্যান। প্রথম দিন ৮৬ রানে আউট হন দিমুথ কারুনারাত্নে। আরেকটু এগিয়ে কুসাল মেন্ডিস থামেন ৯৩ রানে। তার চেয়ে এক রান কমে অপরাজিত রইলেন কামিন্দু।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিলেন সাকিব আল হাসান। অভিষিক্ত পেসার হাসান মাহমুদের শিকার ২ উইকেট।
দ্বিতীয় দিনের বাকি আছে আর ১৯ ওভার।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT