ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গত চার বছর একাধিকবার জানিয়েছেন, তিনি আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না।
এমনকি সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি বলেছিলেন, ‘আমি আর বেশি দিন নাই। এই মেয়াদ তো বেশি দিন নাই। এরপর আরেকটা বছর আছে।’
সংসদ সদস্য হওয়ার পর প্রধানমন্ত্রী পাপনকে ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেন।
রোবাবর (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ছিল।
এজিএম শেষে এক কাউন্সিলর বলেন, ‘আমরা সবাই সভাপতিকে বলেছি, কাউন্সিলররা আপনাকে নির্বাচিত করেছি। আমরা যত দিন না বলব, আপনিই আমাদের সভাপতি হিসেবে থাকবেন। আপনি চাইলেও আমরা না বলা পর্যন্ত আপনি থাকবেন। এই হলো আমাদের বড় দাবি। আপনি পরের মেয়াদেও থাকবেন। এটা আজ সবাই বলেছি।’
আইএ