Menu
ঢাকা: বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপনে তারকাদের ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ছবি। গতকাল বুধবার ডিসমিসল্যাবের একটি গবেষণায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ হলেও মেটা অনলাইন বেটিং ও জুয়ার অ্যাপের বিজ্ঞাপন দিয়ে লোকজনকে প্রলুব্ধ করতে সহায়তা করছে।
ডিসমিসল্যাব জানায়, একদিনে তারা মেটার বিজ্ঞাপন লাইব্রেরি থেকে ৪ হাজার সক্রিয় জুয়ার বিজ্ঞাপন পেয়েছে, যা বাংলাদেশিদের টার্গেট করে করা হয়েছে। আর এগুলো ছড়ানোর জন্য খরচ করা হচ্ছে হাজার হাজার ডলার। বোর্ড গেমস, ক্যাসিনোর মতো জুয়ার এই বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের অধিক লাভের প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের অর্থ ব্যয় করতে প্ররোচিত করছে।
মেটার বিজ্ঞাপন লাইব্রেরিতে দেখা গেছে, জুয়ার ৫০টি বিজ্ঞাপনে তারকাদের ছবি পাওয়া গেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সাকিব আল হাসানের ছবি। জুয়ার এসব পেজগুলো ইউক্রেন, জার্মানি, কম্বোডিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। তবে এসব পেজের এডমিন বাংলাদেশি।
ডিসমিসল্যাব জানায়, মেটার নীতি ভঙ্গ করে বিজ্ঞাপনগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন এক ডলার করে করে নেয় মেটা। ইম্প্রেশন, বিজ্ঞাপন কৌশল এবং প্লেসমেন্টের মতো কারণগুলোর কারণে এই খরচ কম-বেশি হয়।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT