• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মার্কিন দূতাবাসে ক্রিকেটাররা, আইপিএলে কবে ফিরবেন মুস্তাফিজ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৪, ২০২৪, ০৫:১০ পিএম
মার্কিন দূতাবাসে ক্রিকেটাররা, আইপিএলে কবে ফিরবেন মুস্তাফিজ

ঢাকা: জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আমেরিকায় খেলা হওয়ায় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার মার্কিন দূতাবাসে গিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানে আঙুলের ছাপের কাজ শেষ হবে বলে জানা গেছে।

এ কারণে আজ সকালে মিরপুরে জড়ো হন ক্রিকেটাররা, পরে দলটি বাসে করে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। বিসিবি মূলত সেই ক্রিকেটারদের বায়োমেট্রিক্স সম্পন্ন করে যারা বিশ্বকাপের আগে ভাবছেন। এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক।

এদিন আমেরিকার ভিসা সম্পন্ন করার জন্য দেখা গিয়েছে আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ,তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তাওহীদ হদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, জাকির হাসান, জাকের আলী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনদের।

এদিকে, আমেরিকার ভিসা থাকায় নতুন করে করতে হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারদের। এ ছাড়া দলের সঙ্গে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফদেরও দেখা গিয়েছে। সবমিলিয়ে আজ ২২ ক্রিকেটার ফিঙ্গারপ্রিন্ট দেবেন বলে জানা গেছে।

ভিসা প্রসেসিংয়ের কাজ শেষ হওয়ার পর পরই বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়ার কথা আছে ফিজের।

এআর

Wordbridge School
Link copied!