• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হায়দার একাই নিলেন ৭ উইকেট, প্রতিপক্ষরা অলআউট ৪০ রানেই


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০২৪, ০১:৪০ পিএম
হায়দার একাই নিলেন ৭ উইকেট, প্রতিপক্ষরা অলআউট ৪০ রানেই

ঢাকা: ১০০ ওভারের একটি ম্যাচ শেষ হতে সময় লাগল মাত্র দেড় ঘণ্টায়। এই সময়ের মধ্যে খেলা হয়েছে সব মিলিয়ে ১৮.২ ওভার। প্রথম দল খেলেছে সাকুল্যে ১২ ওভার। দ্বিতীয় দল ৬.২ ওভারেই প্রথম দলের রান তাড়া করে জয় তুলে নিলো।

ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে মাত্র ৪০ রানে অলআউট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাত্র ১২ ওভারের মধ্যে গাজীকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে ৬.২ ওভারে ৯ উইকেটের জয় পেয়েছে মোহামেডান।

বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

‘লিস্ট এ’ ক্যাটাগরিভুক্ত ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ফতুল্লায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ২০.২ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হয়েছিল ক্রিকেট কোচিং স্কুল। 

এরপর আজ সেই প্রিমিয়ার লিগেই মাত্র ৪০ রানে অলআউট হলো গাজী টায়ার্স। এই সংস্করণে ওভারের হিসাবে গাজীর ইনিংসটাই (১২ ওভার) সংক্ষিপ্ততম।

প্রিমিয়ার লিগ ২০১৩-১৪ মৌসুমে ‘লিস্ট এ’ ক্যাটাগরিভুক্ত হওয়ার পর এই প্রতিযোগিতায় ৫০ রানের নিচে কোনো দলের অলআউট হওয়ার এটি তৃতীয় ঘটনা। ক্রিকেট কোচিং স্কুল এবং গাজী টায়ার্স ছাড়াও ২০১৭ সালে ফতুল্লায় খেলাঘরের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়েছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজীর ইনিংসকে আজ একাই ধসিয়ে দিয়েছেন মোহামেডানের বাঁহাতি পেসার আবু হায়দার। ২০ রানে ৭ উইকেট নেন তিনি। ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগে এটি এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। 

২০১৮ সালে ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের ইয়াসিন আরাফাত। তবে দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে আবু হায়দারের আজকের বোলিং বিশ্লেষণ (৭/২০) তৃতীয় সেরা। ২০০৪ সালে  জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি এখনো ইয়াসিন আরাফাতের।

এআর

Wordbridge School
Link copied!