ঢাকা : পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন করাটা যেনো মামুলি ব্যাপারই বানিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কখনো তারা জেতে। কখনো সমতায় শেষ করে। আর খেলাটা যখন নিজের আস্তানা সান্তিয়ানো বার্নাব্যুতে তখন শুধু প্রত্যাবর্তন কেন, ঐতিহ্য আর গৌরবের মিলেশে রোমাঞ্চকর সফর হয়ে যায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব ফুটবলের দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার (৯ এপ্রিল) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।
উত্তেজনায় ঠাঁসা উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে রিয়াল-সিটির শেষ আটের প্রথম লেগে উত্তাপ ছিলো প্রতিটি মুহূর্তেই।
ম্যাচের শুরুতেই রিয়ালের জালে আঘাত হানেন সিটি তারকা বার্নান্দো সিলভা। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সিটিজেনদের এগিয়ে নেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
তবে দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। সেটাও আবার সিটির কল্যাণে। ১২ মিনিটে সমতায় ফেরে রিয়াল। কামাভিঙ্গা জোরালো শট সিটি সেন্টার ব্যাক রুবেন ডায়াজের গায়ে লেগে জড়ায় ম্যানসিটির জালে।
দুই মিনিটের ব্যবধানে রদ্রিগো এগিয়ে নেন রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে দু’দলের লড়াইটা সমান তালে হলেও ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে আরও জমে ওঠে লড়াই। ৬৬ মিনিটে মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের দূরপাল্লার শটে সমতা আনে ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচের গতি কমিয়ে মাঠে নিজেদের আধিপত্য বাড়িয়ে নিয়ে ৭১ মিনিটে লিড নেয় ম্যানসিটি। ৩-২ এ এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা।
খেলার ৭৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ফেদরিকো ভালভার্দের গোলে সমতা নিয়ে ঘরের মাঠে প্রথম লেগ শেষ করে কার্লো আনচেলত্তি দল।
এমটিআই
আপনার মতামত লিখুন :