• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বায়ার্নের রাজত্ব ভেঙে জার্মান ফুটবলের নতুন রাজা লেভারকুসেন


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৫, ২০২৪, ১১:২১ এএম
বায়ার্নের রাজত্ব ভেঙে জার্মান ফুটবলের নতুন রাজা লেভারকুসেন

ঢাকা : বুন্দেসলিগায় গেল ১১ বছর শিরোপা উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। এক দশকের বেশি সময় পর বায়ার্ন রাজত্বের অবসান ঘটলো, জার্মান ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন।

লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ২০২৩–২৪ বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো কোচ জাবি আলোনসোর লেভারকুসেন।

১২০ বছরের ক্লাব ইতিহাসে এটিই শীর্ষ লিগে লেভারকুসেনের প্রথম ট্রফি। এর আগে পাঁচবার রানার্সআপ হয়েছে তারা।

আজ ব্রেমেনকে ৫-০ গোলে হারানোয় লেভারকুসেনের পয়েন্ট হয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। পয়েন্টের ব্যবধান ১৬। ফলে ১৮ দলের লিগে বাকি থাকা ৫ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।

বুন্দেসলিগায় টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও এখন লেভারকুসেনের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে ২০১৫-১৬ মৌসুমে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ডটি গড়েছিল বায়ার্ন।

এমন অর্জনের হাতছানি নিয়ে খেলতে নামা লেভারকুসেন ২৫তম মিনিটে বোনিফেসের সফল স্পট কিকে যায় এগিয়ে। ব্যবধান বাড়াতে না পারলেও এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দলটি।

২০১০-১১ মৌসুমে সবশেষ বুন্দেসলিগা জয়ের খুব কাছাকাছি এসেছিল লেভারকুসেন। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ঘোচাতে না পেরে দ্বিতীয় হয়েই থামতে হয় তাদের।

এবার শুরু থেকেই অদম্য লেভারকুসেন, নামগন্ধও নেই থামার। শিরোপা জয়ের পর এখন তাদের সামনে হাতছানি অপরাজিত থেকেই লিগ শেষ করার।

এর আগে ৫ বার লেভারকুসেন লিগে দ্বিতীয় হয়। ৩ বার জার্মান কাপ ফাইনালে হারে। ফলে লেভারকুসেন কে অনেকে বলতো নেভারকুসেন অর্থাৎ কখনোই শিরোপা জিততে পারবে না ক্লাবটি তাই বোঝাতো। সেই তারাই জিতল লিগ শিরোপা।

নেভারকুসেন এর জার্মান শব্দানুবাদ হলো ভিজেকুসেন যার অর্থ বোঝায় দ্বিতীয় স্থানের চ্যাম্পিয়ন।

এমটিআই

Wordbridge School
Link copied!