• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গুঞ্জন উড়িয়ে ২১ এপ্রিল রাতে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৭, ২০২৪, ০৫:৪৭ পিএম
গুঞ্জন উড়িয়ে ২১ এপ্রিল রাতে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

ঢাকা: পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন।

কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়ে গেলো। একটি টেলিভিশন চ্যানেলে নিউজ হলো, দেশে ফিরে যাওয়া বাংলাদেশ হেড কোচ হাথুরুসিংহে নাকি আর ফিরে আসবেন না।

যদিও পরে নানা সূত্রেই নিশ্চিত হওয়া গেছে, খবরটি সঠিক নয়। তবে বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অবশেষে আজ বুধবার বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক ও জাতীয় দল পরিচালনা পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুসের কথায় বোঝা গেলো, হাথুরুর দেশে না ফেরার সংবাদদটা ঠিক নয়। গুজব। তাই তারা মানে বিসিবি কোনো বিবৃতিও দেয়নি।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? বুঝলাম না। আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি। তাহলে ধোঁয়াশা কোথায়? এটা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। আমরা কোনো স্টেটমেন্ট দেইনি। এই দায়ভার আমাদের নয়।’

জালাল জানান, জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সব বিদেশি কোচিং স্টাফই আসবেন। হাথুরুসিংহেও চলে আসবেন।

এআর

Wordbridge School
Link copied!