• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৩, ২০২৪, ০৩:৩৪ পিএম
ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ

ঢাকা: রঙ্গনা হেরাথ নতুন করে চুক্তি নবায়ন না করায় গেল সপ্তাহেই স্পিন কোচ পদে নিয়োগ চূড়ান্ত করেছিল বিসিবি।পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুশতাক।

ঢাকায় পা রাখার পরদিন মঙ্গলবার বিসিবিতে আসেন মুশতাক। মিরপুর শের-ই বাংলায় তাকে অভ্যর্থনা জানিয়েছে বিসিবি। ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এদিন এসেছিলেন বিসিবিতে। 

ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরছেন মুশতাক। পরে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের প্রাকটিস কিট মুশতাকের হাতে তুলে দেন। 

এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করতে দেখা যায় মুশতাককে। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করতে দেখা গেছে মুশতাককে। ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরাও। 

এআর
 

Wordbridge School
Link copied!