• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব নয়


স্পোর্টস ডেস্ক এপ্রিল ২৭, ২০২৪, ০৮:৩৯ পিএম
এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব নয়

ঢাকা: তাপদাহের কারণে নারী লিগের খেলার সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। শনিবার (২৭ এপ্রিল) থেকে নারী ফুটবল লিগ শুরু হয়েছে।

সকাল সাড়ে ৯টা ও বিকাল পৌনে ৪টায় হচ্ছে খেলা। এমন পরিস্থিতিতে দিনের আলোতে খেলা চালানো অমানবিক। তবে আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগের উদ্বোধন করতে এসে ফ্লাডলাইটে খেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন। লিগের পরবর্তী ম্যাচগুলো কাল থেকে পড়ন্ত বিকালে ও ফ্লাডলাইটে হওয়ার ইঙ্গিত মিলেছে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল এতে এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।’  

ফ্লাডলাইটে খেলা চালানোর আর্থিক সংস্থার সম্পর্কে বাফুফে সভাপতি বলেছেন, ‘গত পাঁচ-দশ বছর কোনও কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি আরবসহ সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।’ 

বর্তমান পরিস্থিতিতে কাউকে দোষ দিতে চাইছেন না সালাউদ্দিন, ‘কাউকে দোষ দেওয়া যায় না। অফিস যেটা করেছে ঠিকই করেছে। কারণ আমাদের ফান্ড সমস্যা রয়েছে। এই গান গাইতে গাইতে তেতো হয়ে গেছি। আবার আমি এখন যেটা করছি, সেটাও সঠিক।’

আইএ

Wordbridge School
Link copied!