• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৮, ২০২৪, ০৩:৩৯ পিএম
নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান

ঢাকা: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। 

অস্ট্রেলিয়ান সাবেক পেসার গিলেস্পিকে টেস্ট ফরম্যাটের প্রধান কোচ আর দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার কারস্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ ঘোষণা করেছে পিসিবি। এই দুই কোচকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন কোচদের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

এদিন সুখবর পেয়েছেন শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পাওয়া আজহার মাহমুদও। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে তিন ফরম্যাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলছে পিসিবি।

আজহার মাহমুদকে শুধু দায়িত্ব পালন করেই যেতে বলা হয়েছে, বিষয়টি এমনও নয়। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তার সঙ্গেও দুই বছরের চুক্তি করেছে পিসিবি।

আগামী মে মাসে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেই সিরিজ দিয়েই বাবর আজমদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন কারস্টেন। ৩০ মে ওই সিরিজ শেষ করেই টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্র যাবে পাকিস্তান দল। 

বিশ্বকাপ শেষ করে এসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগার বিপক্ষে সিরিজ দিয়েই পাকিস্তান টেস্ট দলের সঙ্গে কাজ শুরু করবেন গিলেস্পি।

এআর

Wordbridge School
Link copied!