• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারতকে হটিয়ে আবারও টেস্টের এক নম্বর অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক মে ৩, ২০২৪, ০৪:১৬ পিএম
ভারতকে হটিয়ে আবারও টেস্টের এক নম্বর অস্ট্রেলিয়া

ঢাকা: ভারতকে টপকে আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। আইসিসির হালনাগাদ করা বাৎসরিক র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার সুখবরটি পেয়েছে প্যাট কামিন্সের দল। 

শীর্ষ দুটি স্থান ছাড়া আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে অন্য কোনো পরিবর্তন নেই। ভারত টেস্টের শ্রেষ্ঠত্ব হারালেও বাৎসরিক র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর স্থান ধরে রেখেছে।

অস্ট্রেলিয়া টেস্টের শীর্ষে উঠেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুবাদে। গত বছর ওভালে ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্টে শ্রেষ্ঠত্বের দণ্ড হাতে পায় কামিন্সের দল। যার ফলে অস্ট্রেলিয়ার রেটিং ১২৪-এ উন্নীত হয়েছে। 

দুইয়ে নেমে যাওয়া ভারতের রেটিং ১২০। টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা ইংল্যান্ড এ দুই দলের বেশ পেছনে-১০৫ পয়েন্ট। ৪ থেকে ৯-এর মধ্যে থাকা দলগুলো দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউজিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।

ওয়ানডের বছর শেষের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে দশে কোনো পরিবর্তন নেই। ১২২ রেটিং নিয়ে শীর্ষে ভারত, দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৬) ও দক্ষিণ আফ্রিকা (১১২)। বাংলাদেশ ৮৬ রেটিং নিয়ে আছে আট নম্বরে। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩, নয়ে থাকা আফগানিস্তানের ৮০। ওয়ানডেতে শীর্ষ দশের বাইরে আয়ারল্যান্ড এক ধাপ এগিয়ে ১১ আর জিম্বাবুয়ে এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আছে ৯ নম্বরে, রেটিং ২৩১। এখানে ২৬৪ রেটিং নিয়ে সবার ওপরে ভারত, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া তাদের চেয়ে ৬ রেটিং পয়েন্ট পেছনে।  দক্ষিণ আফ্রিকা দুই ধাপ এগিয়ে চারে অবস্থান করছে (২৫২), যা তিন নম্বরে থাকা ইংল্যান্ডের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম।

এআর

Wordbridge School
Link copied!