• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের কাছে হোয়াইটওয়াশ বাঘীনিরা


স্পোর্টস ডেস্ক মে ৯, ২০২৪, ০৭:৩৫ পিএম
ভারতের কাছে হোয়াইটওয়াশ বাঘীনিরা

ঢাকা: হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশের নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে হেরে গেল বাঘীনিরা। 

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় নারীরা। ২১ রানের জয় তুলে নেয় ভারত।  

এই পরাজয়ের ফলে টানা পাঁচ ম্যাচে হেরে গেল নারীরা। 

ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় বিকাল ৪টায়। ব্যাট হাতে ১৫৬ রান করে ভারত।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে লড়াই করে ভারত।

আইএ

Wordbridge School
Link copied!