• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

প্যান্ট-গিলের জরিমানা ৫৪ লাখ


ক্রীড়া ডেস্ক মে ১১, ২০২৪, ০৬:১২ পিএম
প্যান্ট-গিলের জরিমানা ৫৪ লাখ

ঢাকা: বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন রিশাভ প্যান্ট এবং শুভমন গিল। আইপিএলে মন্থর ওভার রেটের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ প্যান্ট।

পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানাও দিতে হবে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে। একই ধরনের অপরাধে জরিমানা হয়েছে শুবমান গিলেরও। গুজরাট টাইটানস অধিনায়কের জরিমানা হয়েছে ২৪ লাখ রুপি।

এবারের আইপিএলে পন্তের দল তিনবার আর গিলের দল দুবার ওভার রেটে পিছিয়ে ছিল। প্রথমবার মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে ২৪ লাখ রুপি জরিমানা হয়ে থাকে। আর তৃতীয়বার ঘটলে ৩০ লাখ রুপির সঙ্গে অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। 

যে কারণে আগামীকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারবেন না পন্ত। বিসিসিআইয়ের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচ রেফারির দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল দিল্লি ক্যাপিটালস। বোর্ডের ন্যায়পাল ভার্চ্যুয়াল শুনানি শেষে ম্যাচ রেফারির রায়কে বহাল ঘোষণা করেন।

শুক্রবার চেন্নাইয়ের কাছে গুজরাটের ৩৫ রানের জয়ের ম্যাচে নির্দিষ্ট সময়ে বোলিং শেষ করতে পারেনি গিলের দল। এর আগে ২৭ মার্চ চেন্নাইয়ের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও ওভার রেটে পিছিয়ে ছিল গুজরাট। একই ঘটনা দুবার ঘটায় অধিনায়ক গিলকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আর দলটির অন্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ৬ লাখ বা ম্যাচ ফির ২৫ শতাংশ কম (যেটি কম)।

এআর

Wordbridge School
Link copied!