ঢাকা: টাইগারদের চোখের ঘুম কাটেনি। একের পর এক উইকেট হারাচ্ছে টাইগাররা। আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন তাওহিদ হৃদয়ও।
পরপর দুই ওভারে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসানের পর ড্রেসিং রুমের পথ ধরেন সৌম্য সরকার। সিরিজের সফল ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও আজ ব্যর্থ। আউট হয়ে গেলেন এক রান করেই।
বাংলাদেশের স্কোর পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।
এর আগে ব্রায়ান বেনেটের লাফানো ডেলিভারি কাট করতে গিয়ে সৌম্যর ব্যাটের ওপরের কানায় লাগে। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ নেন শন উইলিয়ামসন। ৭ বলে ৭ রান করেন সৌম্য।
ওভারে কোনো রানই দেননি বেনেট। আগের ওভার মেডেন নিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি।
দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারি পুল করার চেষ্টায় টাইমিং পাননি তানজিদ হাসান। শর্ট কভারে সহজ ক্যাচ নেন ওয়েলিংটন মাসাকাদজা।
৫ বলে ২ রান করে ফেরেন তানজিদ হাসান। এর আগে প্রথম ওভারে সিকান্দার রাজার বলে সুইপ করে ম্যাচের প্রথম ছক্কা মারেন সৌম্য সরকার।
এআর
আপনার মতামত লিখুন :