ঢাকা: শেষ ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বোলিং নিয়ে জিম্বাবুয়ে দল যে ভুল করেনি সেটি প্রমাণ করলো বোলাররা। মাত্র ১৫ রানে তিন উইকেট হারায় টাইগাররা। তবে সেই বিপর্যয় কাটিয়ে ১০ ওভারে ৭০ রান এনে দেন অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। একাদশে এসে নিজের সক্ষমতা প্রমাণ করেন রিয়াদ। তাকে সঙ্গ দেন অধিনায়ক শান্ত। তবে নিজের ৩৬ রানে মাথায় ছক্কা হাঁকান গিয়ে ধরা পড়ে। ২৮ বলে ১ ছয় ও ৫ চারে এই রান করেন তিনি।
চতুর্থ ম্যাচে ওপেনিং জুটি ভালো করলেও শেষ ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি। আগের ৫২ রান করা তানজিদ তামিম ফেরেন ২ রানে। আর ৪১ রান করা সৌম্য ফেরেন ৭ রানে। ৬ বলে ১ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। দলের বিপর্যয়ে হাল ধরেন শান্ত ও রিয়াদ। শান্ত ৩৬ রানে আউট হলেও ৩৬ বলে ১ ছয় ও ছয়টি চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রিয়াদ।
এরপর ক্রিজে আসেন অলরাউন্ডার আসেন সাকিব আল হাসান। আগের ম্যাচে ১ রান করলেও শেষ ম্যাচে ১ ছক্কায় ১৭ বলে ২১ রান করেন। ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে ফিরে যান রিয়াদও। শেষ দিকে জাকির আলী ১১ বলে ২৪ ও সাইফুদ্দিন ৪ বলে ৬ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৮ রান করতে হবে জিম্বাবুয়ে দলকে।
এআর
আপনার মতামত লিখুন :