Menu
ঢাকা: হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে লড়ছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত জয়ের পথেই আছে সফরকারীরা। ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজার ব্যাটে জয় থেকে আর বেশি দূরে নেই জিম্বাবুয়ে।
১৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৯৭ রান। বেনেট ৫৯ আর রাজা ৩৪ রানে ব্যাট করছেন।
ব্রেক থ্রুটা এনে দেন সাকিবই।পঞ্চম ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব আল হাসান। হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে মারার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি টাডিওয়ানাশে মারুমানি। উইকেটের পেছনে জাকের আলি শুরুতে ঠিকঠাক ধরতে পারেননি।
তবে মারুমানি ক্রিজে ফেরার আগেই স্টাম্প ভাঙেনবাংলাদেশ উইকেটরক্ষক। ৭ বলে ১ রানে ফেরেন মারুমানি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৬৯৯তম উইকেট এটি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT