Menu
ঢাকা: জমে উঠেছে শীর্ষ চারে থাকার লড়াই। সমীকরণটা অবশ্য বেঙ্গালুরু আর চেন্নাইকে নিয়ে বেশি জমজমাট। এই দুই দলের মধ্যে কে উঠছে শেষ চারে সেই প্রশ্নই ক্রিকেট প্রেমীদের মনে।
এবারের ম্যাচটি অবশ্য বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে। ঘরের মাঠে বিপুল সমর্থন নিয়ে প্লে-অফের শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখতে চেন্নাইয়ের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে ঠিক কোন ব্যবধানে জয় দরকার সেই ব্যবধানও এরইমাঝে জানা হয়ে গিয়েছে কোহলিদের।
চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নামলে অন্তত ১৮ রানের ব্যবধানে জয় দরকার তাদের। আর পরে ব্যাট করলে রানতাড়া করতে হবে ১৮.১ ওভারের মধ্যে। অর্থাৎ ১১ বল বাকি থাকতে। এই দুই শর্তেই কেবল চেন্নাইকে টপকে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষ চারে চলে যাবে কোহলিরা। যদিও পয়েন্ট থাকবে দুদলেরই ১৪। তবে কোহলিরা এগিয়ে যাবে নেট রান রেটের সুবাদে।
তবে এখানে ১৪ পয়েন্ট নিশ্চিত করলেও আছে হিসেবের মারপ্যাঁচ। বেঙ্গালুরুকে তাকিয়ে থাকতে হবে লখনৌর দিকে। লখনৌর কাছে দিল্লিকে হারতে হবে অথবা লখনৌকে বাকি দু’টি ম্যাচই হারতে হবে। আবার গুজরাট টাইটান্সকেও বাকি দুই ম্যাচের একটি হারতে হবে। তা হলে ১৪ পয়েন্ট নিয়েও নেট রেটের বিচারে শেষ চারে যেতে পারেন ফাফ ডুপ্লেসিরা।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT