• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোচ ফাহিমকে নিয়ে একাকী অনুশীলন সাকিবের


ক্রীড়া ডেস্ক মে ১৪, ২০২৪, ১২:৫৪ পিএম
কোচ ফাহিমকে নিয়ে একাকী অনুশীলন সাকিবের

ঢাকা: বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিনে ক্রিকেটাররা যখন বিশ্রামে কাটাচ্ছেন সাকিব তখন ব্যতিক্রম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে করছেন ব্যাটিং অনুশীলন। 

দুইজন থ্রোয়ার নিয়ে সাকিব শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এই অনুশীলনে আছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। খেলোয়াড় সাকিব বেশ অনেক আগে থেকেই নিজের ব্যক্তিগত পরামর্শের জন্য ছেলেবেলার কোচ ফাহিমের দ্বারস্থ হন। 

সাকিব নিজের ব্যাটিং ভুলগুলো নিয়েই কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন তিনি। নেটের বাইরে থেকে সেই ভুলগুলো নিয়েই সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ফাহিম। 

২০২৩ বিশ্বকাপের মাঝপথেও সাকিব নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন। সেবারও এই কোচ ফাহিমের অধীনেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো এক ফিফটি। এবারেও বিশ্বকাপের আগে সেই ফাহিমের অধীনেই নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন তিনি। 

বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই অফফর্মে তিনি। চোখের সমস্যার কথাও জানা গিয়েছে। এরপর থেকেই নিজের মাথার পজিশন বদলে ব্যাটিংয়ে অভ্যস্থ হতে সময় নিয়েছেন। মাঝে বিপিএলে রান পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন ২২ রান। 

বিশ্বকাপে নিজের সেরাটা নিঙড়ে দিতে এর আগেও এমন একাকী অনুশীলন করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। এবার বিশ্বকাপের দল ঘোষণার আগেও চলছে তার ব্যাটিং অনুশীলন। 

এআর

Wordbridge School
Link copied!