• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লিটনের টিকে যাওয়া আর সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ জানাল বিসিবি


ক্রীড়া ডেস্ক মে ১৪, ২০২৪, ০৩:৪২ পিএম
লিটনের টিকে যাওয়া আর সাইফউদ্দিনের বাদ পড়ার কারণ জানাল বিসিবি

ঢাকা: বিশ্বকাপ দল থেকে সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে অফফর্মে থাকা লিটন দাসের দলে অন্তর্ভুক্তি নিয়ে। 

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে এ ওপেনার ৪৩ বল খেলে করেছেন ৩৬ রান। বিশ্বকাপের আগে লিটন দাসের এমন পারফরম্যান্স উদ্বেগের জন্ম দিচ্ছে। হতশ্রী পারফরম্যান্সের কারণে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন লিটন। 

তৃতীয় টি-টোয়েন্টিতে লিটন তিনবার স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন শেষ পর্যন্ত। ২০২৪ সাল জুড়েই তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তবে তার হাতে বাড়তি অপশন হিসেবে আছে উইকেটকিপিং। সে বিষয়টাই তাকে দলে নেওয়ার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন বিসিবির নির্বাচক।

এ নিয়ে গাজী আশরাফ লিপু বলেন, ‘লিটনকে তৃতীয় (মূলত চতুর্থ) ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল। লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি।’

লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে বলেও জানান লিপু। তবে তার বিকল্প হিসেবে আলোচনায় এসেছিল এনামুল হক বিজয়ের নামও, ‘এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

এদিকে সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে- প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘তানজিম সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’  

এআর

Wordbridge School
Link copied!