• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপে দলের প্রত্যাশা নিয়ে যা বললেন কোচ ও অধিনায়ক


স্পোর্টস ডেস্ক মে ১৫, ২০২৪, ০৫:৪৬ পিএম
বিশ্বকাপে দলের প্রত্যাশা নিয়ে যা বললেন কোচ ও অধিনায়ক

ঢাকা: আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিশ্বকাপের প্রত্যাশা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রস্তুতি আমার মনে হয় ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তা–ই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপপর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে। আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া...।’

কোচ আরও বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। তানজিম হাসান সাকিব একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’

দলের প্রত্যাশা নিয়ে নাজমুল বলেন, ‘বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। আমিও করব। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে ওই দিনে ভালো খেলাটা জরুরি। আশা করছি, এবার সবাই সেটা করবে।’

আইএ

Wordbridge School
Link copied!