• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হাই-ভোল্টেজ ম্যাচে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর তাণ্ডব, বৃষ্টির হানা


ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০২৪, ০৮:১৭ পিএম
হাই-ভোল্টেজ ম্যাচে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর তাণ্ডব, বৃষ্টির হানা

ঢাকা: দুই দলেরই গ্রুপপর্বের শেষ ম্যাচ। দুই দলেরই প্লে-অফে নাম লেখানোর বড় সুযোগ। বেঙ্গালুরুতে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইটি যেন অঘোষিত কোয়ার্টার ফাইনাল। একটি দল বাদ পড়বে, শেষ চার নিশ্চিত হবে অপর দলের।

খেলা বেঙ্গালুরুর মাঠে। টস জিতেছে চেন্নাই। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অর্থাৎ কোহলি-ম্যাক্সওয়েলের বেঙ্গালুরু ব্যাটিংয়ে নেমেছে।

টস হেরে ব্যাট করতে নেমে ৩ ওভারেই বিনা উইকেটে ৩১ রান করেছে বেঙ্গালুরু। কোহলি ১৯ আর প্লেসিস ১২ রানে অপরাজিত। তবে ৩ ওভার খেলার পরই নেমেছে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে।

১৩ ম্যাচ শেষে বেঙ্গালুরুর পয়েন্ট ১২, চেন্নাইয়ের ১৪। অর্থাৎ বেঙ্গালুরু আজ জিততে পারলে তাদেরও ১৪ পয়েন্ট হয়ে যাবে। তবে তখন আসবে রানরেটের হিসেব-নিকেশ।

ম্যাচ শুরুর আগে চেন্নাই বেঙ্গালুরুর থেকে রানরেটে এগিয়ে আছে। তাদের নেট রানরেট ০.৫২৮, বেঙ্গালুরুর ০.৩৮৭। ব্যবধানটা খুব বেশি নয়। তাই দুই দলেরই সুযোগ আছে। বেঙ্গালুরু আগে ব্যাট করায় কমপক্ষে ১৮ রানে জিততে হবে কোহলিদের। ১৮ রানের কম ব্যবধানে যদি চেন্নাই হেরেও যায় তাও বেঙ্গালুরুকে টপকে উঠে যাবে চেন্নাই। 

এআর

Wordbridge School
Link copied!