ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। একই ভুল করেছে দ্বিতীয় ম্যাচেও। গতকাল ৬ রানের ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই।, তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। বিশ্বকাপে চাপ থাকবে, নার্ভ ধরে রাখতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
সাকিব অবশ্য আলাদা করে কাউকে দোষ দিতে চান না, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সাথে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএসএ এর পারফরম্যান্সে।’
সাকিবের মতে, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’
এআর