• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হোয়াইটওয়াশ থেকে বাঁচার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২৪, ১০:৪০ এএম
হোয়াইটওয়াশ থেকে বাঁচার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা: হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শনিবার (২৫ মে) মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম দল যুক্তরাষ্ট্রের কাছে পরপর দুই ম্যাচ হেরেছে টাইগাররা। যাদের না আছে ক্রিকেট কাঠামো, না আছে ঐতিহ্য। স্বাগতিক হওয়ায় বিশ্বকাপ খেলছে মার্কিনীরা। 

দলের অধিকাংশ ক্রিকেটারই বিভিন্ন দেশ থেকে জড়ো করা। বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিলো বিসিবি। যাতে নবীন ইউএসএ-এর বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে হাসতে পারে মূল মঞ্চে। তবে পর পর দুই পরাজয়ে শান্ত-সাকিব-রিয়াদরা ক্রিকেট বিশ্বেই এখন হাসির পাত্র।

আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে, দ্বিতীয় ম্যাচ হেরে ছুঁয়েছে লজ্জার মাইলস্টোন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে একশ' ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার আরও বড় লজ্জার সামনে টাইগাররা। শেষ ম্যাচটায় হারলে সহযোগী দেশের কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রথম দল হিসেবে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হবে শান্ত-লিটনদের। 

এআর

Wordbridge School
Link copied!