Menu
ঢাকা : ক্রিকেটে পাকিস্তান মানেই যেন পেসারদের স্বর্গরাজ্য। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, উমর গুল বা মোহাম্মদ আমির। পাকিস্তানে কখনো পেস প্রতিভার অভাব হয়নি।
আমির অবসর ভেঙে আবারও ফিরেছেন পাকিস্তান দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আমিরের সঙ্গে আছেন শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ। অপরজন হলেন আব্বাস আফ্রিদি। সবমিলিয়ে পাঁচজন বিশেষজ্ঞ পেসার আছেন পাকিস্তানের বিশ্বকাপ দলে।
পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা শহীদ আফ্রিদি মনে করেন, বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান।
আইসিসি প্রকাশিত এক ভিডিওতে আফ্রিদি পাকিস্তান দলের পেস বোলিংয়ের প্রশংসা করেন।
শহীদ আফ্রিদি বলেন, 'আমার মনে হয়, বিশ্বে যত ক্রিকেট দল আছে, তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমননি বেঞ্চে থাকা বোলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী, সঙ্গে আছে ভালো স্লোয়ার বলের দক্ষতা।'
দলে থাকা বোলারদের নিয়ে আফ্রিদি বেশ আত্মবিশ্বাসী। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়েছেন শহীদ আফ্রিদি।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT