ঢাকা : সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমের শেষ ম্যাচে আল নাস ৪-২ গোলে হারায় ইত্তিহাদকে। দুই গোল করেন রোনালদো।
এতে লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ৩৫। সৌদি প্রো লিগে এক মৌসুমে এত গোলের নজির আর নেই। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে রেকর্ড গড়েছিলেন মরক্কোর আব্দুররাজ্জাক হামদাল্লাহ।
রেকর্ড গড়ার পর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন রোনালদো। লিখেছেন, 'আমি রেকর্ডের পিছে ছুটি না, রেকর্ড আমার পিছে ছুটে।'
এবার ৩১ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১১ গোলে। হ্যাটট্রিক করেছেন তিনি চারটি।
আরেকটি অনন্য কীর্তিও গড়া হয়ে গেল রোনালদোর। ভিন্ন চারটি লিগে সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনি। ইউরোপের তিন শীর্ষ লিগ- ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ এরপর সৌদি প্রো লিগেও রোনালদো মৌসুমে সর্বোচ্চ স্কোরার হলেন।
রোনালদোর দারুণ মৌসুমেও অবশ্য লিগ জেতা হয়নি আল-নাসেরের। আল-হিলাল থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হয়েছে তারা।
এমটিআই