• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মেসি দুর্দান্ত গোল পেলেও হেরে গেছে মায়ামি


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০২৪, ১০:১৪ এএম
মেসি দুর্দান্ত গোল পেলেও হেরে গেছে মায়ামি

ঢাকা: লিওনেল মেসি অসাধারণ গোল করলেন ঠিকই, তবে দল হেরে গেল। আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। লিগে মায়ামি টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হার দেখল।

আজ চেজ স্টেডিয়ামে দলে ফেরেন মেসি। তবে খেলার ৬০তম মিনিটের মধ্যেই জর্জিয়ার মিডফিল্ডার সাবা লবজিনিচের জোড়া গোলে আতালান্তা ম্যাচের অনেকটা ভাগ্য লিখে ফেলে।

এর খানিক পরেই (৬২তম মিনিট) বাঁ পায়ের শটে দুর্দান্ত এক গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন মেসি। তবে ৭৩ মিনিটে জামাল তিয়ারে আরও একটি গোল করলে অনেকটা জয় নিশ্চিত করে ফেলে আতালান্তা।

লবজিনিচ প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪তম মিনিটে। মাঝমাঠে থেকে বল টেনে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন এই মিডফিল্ডার। পরের গোলটিও করেন বক্সের বাইরে থেকে। ৫৯তম মিনিটে বাঁ পায়ের শটে।

মেসি তিন মিনিট পরই ব্যবধান কমান সেই চিরচেনা বাঁয়ের কোনাকুনি শটে। লিগে এটি মেসির ১১তম গোল, যা সুয়ারেজের সমান। ১২টি গোলও করিয়েছেন মেসি। তবে ম্যাচের ৭৩ মিনিটে আলমাদার দুর্দান্ত এক পাসে সহজ গোল করেন তিয়ারে। এরপর আর মায়ামি ম্যাচে ফিরতে পারেনি।

এদিকে এ ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।

এমএস

Wordbridge School
Link copied!