• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রোনালদোকে কাঁদিয়ে ট্রেবল জয় নেইমারদের


ক্রীড়া ডেস্ক জুন ১, ২০২৪, ১০:৫৩ এএম
রোনালদোকে কাঁদিয়ে ট্রেবল জয় নেইমারদের

ঢাকা : শুক্রবার রাতে কিংস কাপ অফ চ্যাম্পিয়নের রুদ্ধশ্বাস ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জিতে নিয়েছে আল হিলাল। শিরোপাহীন এক মৌসুম কাটানোর নিশ্চিতের পর জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির মাঠেই কান্নায় লুটিয়ে পড়েন পর্তুগীজ মহাতারকা।  

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ করে দুই দল। অতিরিক্ত সময়েও হয়নি নিষ্পত্তি। ট্রাইব্রেকারে গড়ানো ম্যাচে ৫-৪ ব্যবধানে নাসরকে হারায় আল হিলাল। চলতি মৌসুমে সৌদি ফুটবলে লিগের পর দুটো কাপও- অর্থাৎ ট্রেবল জেতা হলো হোর্হে জেসুসের শিষ্যদের।

টাইব্রেকের শ্যুটআউটের সময় শান্তই ছিলেন রোনালদো। ৭ শট পর্যন্ত গড়ায় টাইব্রেক। শেষ দুটো শট ঠেকিয়ে হিলালের গতরাতে ট্রেবল জয়ের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো। বোনো শেষ শটটি ঠেকিয়ে দিলেই ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তার দলের সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফরা এসে শান্ত করার চেষ্টা করেন রোনালদোকে।

সৌদি ফুটবলে নিজের প্রথম পূর্ণাঙ্গ মৌসুমে দলকে কোনো শিরোপা এনে দিতে ব্যর্থ হলেন এ মহাতারকা। তবে ৩৫ গোল করে সৌদি আরবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করেছেন তিনি।

এ বছর সৌদি প্রো লিগে হিলালের চেয়ে পয়েন্টে অনেক পিছিয়ে দুইয়ে শেষ করেছে নাসর। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়। এর আগে গত এপ্রিলে সৌদি সুপার কাপের ফাইনালে হিলালের কাছে ২-১ গোলে হারতে হয় রোনালদোদের।

এমটিআই

Wordbridge School
Link copied!