• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শরীফুলের হাতে ৬ সেলাই, শ্রীলঙ্কার বিপক্ষে শঙ্কা


ক্রীড়া ডেস্ক জুন ২, ২০২৪, ১১:৫০ এএম
শরীফুলের হাতে ৬ সেলাই, শ্রীলঙ্কার বিপক্ষে শঙ্কা

ঢাকা: মূল বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ৬০ রানে হারা ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের চোট।

ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরীফুল। সেই সময় আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়া শরীফুল।

ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। শরীফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছিলেন, ‘সে এখনো পর্যবেক্ষণে আছে।

এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে।’ কিন্তু বাস্তবতা হচ্ছে, শরীফুলের হাতে ৬টি সেলাই লেগেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়।

শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

দেবাশীষ এরপর যোগ করেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

এআর

Wordbridge School
Link copied!