ঢাকা: বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার আজম খান। অবশ্য সমালোচনাটাই তার নিত্যসঙ্গী।
মোটা শরীর নিয়ে বারবার সাংবাদিক আর নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে তাকে। ইংল্যান্ড সিরিজে বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বাজে পারফরম্যান্স সেই সমালোচনা উসকে দিয়েছে।
এমনকি সিরিজ চলাকালে এক সাংবাদিক চ্যালেঞ্জ করেছিলেন বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে। সঙ্গে সঙ্গেই অবশ্য প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। জানিয়েছেন কোচ গ্যারি কার্স্টেন এবং অধিনায়ক বাবর আজম সিপিএলের পারফরম্যান্স বিবেচনায় দলে রেখেছেন আজম খানকে।
কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খানকে নিয়ে এতসব বিতর্কের মাঝে এবার দেখা গেল নতুন ঘটনা। আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম থেকে সব ছবি এবং ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে। এটা কি আসলেই আজম খান করেছেন, নাকি তার এই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই জানা যায়নি।
আজম খান নিয়মিতই ইন্সটাগ্রাম ব্যবহার করে থাকেন। সময়ে সময়ে সেখানে ছবি আর ভিডিও আপ্লোড করেছেন তিনি। এর সবই এখন গায়েব। আজম খান নিজেও ইন্সটাগ্রামে সব পোস্ট ডিলিট হয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ লিগে সুনাম কুড়িয়েছেন আজম খান। মারকুটে ব্যাটিং আর ফিনিশিং রোলে কার্যকারীতার জন্য নামডাক আছে তার। তবে জাতীয় দলের হয়ে সেই অর্থে নিজেকে প্রমাণ করা হয়নি তার। ২০২১ সালের জুলাইয়ে অভিষেক হয়। এরপর থেকে এখন পর্যন্ত জাতীয় দলে নিজেকে থিতু করার চেষ্টা চলছে তার।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ মিলিয়ে আজম খান পাকিস্তানের জার্সিতে খেলেছেন ১২ ম্যাচ। করেছেন মোটে ৮৮ রান। গড় মোটে ৯.৭।
এআর