ঢাকা: তিন বিগ ফিশের ভেতর কেবল নোভাক জোকোভিচই রয়েছেন খেলার মাঠে। ফেদেরার আগেই বিদায় বলেছেন।
রাফায়েল নাদাল ইনজুরি থেকে ফিরলেও ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেছেন। সর্বোচ্চ গ্রান্ডস্লাম জয়ী জোকোভিচ এবার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন।
ফেদেরারের ৩৬৯টি গ্র্যান্ডস্লাম ম্যাচে জয় এতদিন ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। সেই রেকর্ডটিও নিজের করে নিলেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে আর্জেন্টাইন সেরুন্দোলোর বিপক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫ ও ৬-৩- পাঁচ সেটের রোমাঞ্চকর এক ম্যাচে জয় পান ৩৭ বছর বয়সী জোকোভিচ। এটি ছিল তার সকল গ্রান্ডস্লামে ৩৭০তম ম্যাচে জয়।
৩৬৯ জয় নিয়ে ফেদেরার দ্বিতীয় ও ৩৬৭ জয় নিয়ে সেরেনা উইলিয়ামস আছেন তৃতীয়তে। ইনজুরির সাথে যুদ্ধ করা রাফায়েল নাদাল রয়েছেন ৩১৪ জয় নিয়ে চারে।
ম্যাচে জয় পেলেও ইনজুরিতে ভুগছেন জোকোভিচ। পরের ম্যাচে খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি তার ফিজিও। তাই বর্তমান ফ্রেঞ্চ চ্যাম্পিয়নের আরেকটি শিরোপা জয় বিশ্ব দেখবে কিনা সেটি নিয়েও রয়েছে নানা ধাঁধা।
এআর