• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ম্যাচের আগে দলের সবাই ভালো অবস্থানে আছে: শান্ত


ক্রীড়া ডেস্ক জুন ৭, ২০২৪, ০৫:৫৯ পিএম
ম্যাচের আগে দলের সবাই ভালো অবস্থানে আছে: শান্ত

ঢাকা: পুরোনো দিন ভুলে বিশ্বকাপ যাত্রা নতুন উদ্যমে করতে চায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারাতে চায় লঙ্কানদের। এর জন্য টপঅর্ডারদের রাখতে হবে বড় অবদান।

কারণ টপঅর্ডাররা একেবারেই ফর্মের বাইরে। অনেক দিন ঘরেই তাদের ব্যাট হাসছে না। বিশেষ করে যে ব্যাটার উইকেটে সেট হবেন, তাকেই নিতে দলের বড় দায়িত্ব- এমনটিই মনে করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

ম্যাচের আগে শান্ত বলেন, ‘সম্প্রতি এটা খুবই সত্য যে, টপঅর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না। কিন্তু আগামীকাল একটি নতুন দিন এবং আপনি যেমন বলেছেন। সবাই অনুশীলনে শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা থেকে থাকে, দলের সবাই আগের চেয়ে ভালো অবস্থানে আছে।’

শান্ত আরও বলেন, ‘অতীতের কথা ভাবছি না। আগামীকাল একটি নতুন দিন। আমরা কেউই জানি না যে, আগামীকাল কে ভালো খেলবে আর কে খারাপ খেলবে। আমি মনে করি, যারা শুরুটা ভালো করবে এবং ক্রিজে সেট হতে পারবে, তাদের জন্য একটা বড় দায়িত্ব থাকবে। কীভাবে খেলা শেষ করে আসা যায়, সেই দায়িত্ব তাদের নিতে হবে। এটা একটা ভালো ম্যাচ হবে যদি ব্যাটাররা যেভাবে প্রস্তুতি নিয়েছে, সেটি বাস্তবায়ন করতে পারে।’

টপঅর্ডাররা নিজেদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি গেল কয়েক ম্যাচে। আগামীকালের ম্যাচের জন্য তারা কোনো ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন কিনা, এমন প্রশ্নে শান্ত বলেন, ‘টপঅর্ডাররা অতিরিক্ত কোনো কিছু চেষ্টা করে কিনা, সেটি তাদের ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বেশিরভাগই অতিরিক্ত কিছু চেষ্টা করেনি। নিজেদের শক্তির মধ্যে যা ছিল, সেটিই সর্বোত্তমভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।’

উল্লেখ্য, শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়।

এআর

Wordbridge School
Link copied!