ঢাকা : লিওনেল মেসি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন বার্সেলোনাতে। ২০২১-২৩ পর্যন্ত খেলেন পিএসজিতে। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। টিভি প্রেজেন্টার পোলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি তার মতে বর্তমান সময়ে সেরা ক্লাবের নাম বলেছেন।
মেসি বলেন, 'রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, তারা চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে। ফলের দিক থেকে চিন্তা করলে রিয়াল মাদ্রিদ সবার চেয়ে এগিয়ে। কিন্তু খেলার দিক বিবেচনায় নিলে আমার মনে হয় ম্যানচেস্টার সিটি সেরা।'
বার্সেলোনায় মেসির এক সময়কার গুরু পেপ গার্দিওলা ২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির কোচ। গেল মৌসুমে ম্যানসিটি ট্রেবল জিতেছে।
এই মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা। টানা চারবার ইপিএল জিতে রেকর্ড গড়েছে সিটি।
এমটিআই