• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৪, ০৭:১২ এএম
বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবার পরে মাঠে নামছে বাংলাদেশ। ডালাসের গ্র‍্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

টুর্নামেন্টে বাংলাদেশের গতিবিধি অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে এই ম্যাচেই। ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলার জন্য লঙ্কানদের বিপক্ষে জয় অতি গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৭৭ রানে গুটিয়ে গিয়ে হেরেছে শ্রীলঙ্কা। তাই কিছুটা হলেও ব্যাকফুটে থাকার কথা তাদের। ঘুরে দাঁড়াতে মরিয়া দলের মোকাবিলাই হয়তো করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের অবস্থাও অবশ্য তেমন আশা জাগানিয়া নয়। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তেমন লড়াই করতে পারেনি তারা।

দুই দলের আগের ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি। বাকি ১১ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০০৭ ও ২০২১ সালে মুখোমুখি হয়েছে তারা। দুইবারইজয়ী লঙ্কানরা। দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে তারা।

পিচ রিপোর্টে ওয়াকার ইউনিস বলেছেন, এক দিকের বাউন্ডারি ছোট (এক দিকে ৬১, অন্য দিকে ৭০ মিটার)। পিচে বাউন্স থাকবে বেশি। উইকেট দারুণ। খুব ভালো আচরণ করা উচিত। পিচে ঘাসের ছোঁয়া আছে। তাই স্পিন তেমন হওয়ার কথা নয়। তবে ফ্লাইট দিলে ফিঙ্গার স্পিনারদের চেয়ে লেগ স্পিনাররা বেশি কার্যকর হতে পারে।

চোট থেকে সেরে উঠে প্রথম ম্যাচ থেকেই খেলছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়ায় নেই শরিফুল ইসলাম। পেস বিভাগে অন্য দুজন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে আছেনরিশাদ হোসেন। এছাড়া দলের প্রয়োজনে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে বোলিং করতে দেখা যেতে পারে।

দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর অভিযানে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামাউইক্রামারা জায়গায় তারা দলে নিয়েছে স্পিন অলরাউন্ডার ধানাঞ্জয়া ডি সিলভাকে।

তাই দুই দলের সামনেই থাকবে অভিন্ন লক্ষ্য। ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধানাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

এমটিআই
 

Wordbridge School
Link copied!