ঢাকা : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এর আগেও নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করেছিল আফগানিস্তান।
উগান্ডার বিপক্ষে সেই ম্যাচে নিজেদের রেকর্ড ওপেনিং জুটিও গড়েছিল দলটি। কিউইদের বিপক্ষেও নিশ্চয় সেই ধারা অব্যাহত রেখে বড় সংগ্রহ গড়াতেই মনোযোগ দেবে আফগানরা। অন্যদিকে কিউইদের লক্ষ্যটা ভিন্ন। জয় দিয়ে আসর শুরু করতে আফগানদের অল্পতে আটকে রাখা টাই মূল লক্ষ্য হবে তাদের।
আগের ম্যাচের একাদশ থেকে একটি বদল এনেছে আফগানরা। চোটের কারণে এ ম্যাচে ছিটকে গেছেন মুজিব উর রহমান। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নূর আহমদ। অন্যদিকে কিউইদের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি টিম সাউদি, ইশ সোধি, রাচিন রবীন্দ্র ও জেমস নিশামের।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নূর আহমদ, নবীন-উল হক, ফজল হক ফারুকী।
এমটিআই