ঢাকা: বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় হার। বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্ব শুরু করেছিল বেশ এলোমেলো অবস্থায়। কিন্তু শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে সেই বাংলাদেশ দলই এখন উজ্জীবিত।
সমর্থকদের অবস্থাও বোধহয় অমনই! এমনিতে কাগজে-কলমে দক্ষিণ আফ্রিকা কঠিন এক প্রতিপক্ষ। তবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ‘লটারি’র মতো কন্ডিশন কাজে লাগাতে পারলে নিশ্চিতভাবেই খুলে যাবে দুয়ার।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশের একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকারের জায়গায় দলে এসেছেন জাকের আলী।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
এদিকে অপরিবর্তিত আছে দক্ষিণ আফ্রিকা দল।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান
এআর