ঢাকা : ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না শ্রীলঙ্কার। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেই চেষ্টা করারও সুযোগ পেল না। টানা বৃষ্টিতে মাঠে গড়াল না কোনো বল, ভেসে গেল নেপালের বিপক্ষে তাদের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ।
ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় বুধবার (১২ জুন) ভোরের ম্যাচে টস করাই সম্ভব হয়নি। ম্যাচ ভেসে যাওয়ায় আসরে প্রথম পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। ১ পয়েন্ট করে নিয়ে সবার নিচের দুটি স্থানে আছে তারা।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবার আগে সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় আছে তারা। ২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। শ্রেয়তর রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
রান রেটে পিছিয়ে সবার নিচে থাকা শ্রীলঙ্কার আশা একেবারে শেষ হয়ে যায়নি। তবে অনেক যদি আর কিন্তুর উপর নির্ভর করছে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের ভাগ্য। বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচে ফল হলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। পরিত্যক্ত হলেই কেবল বেঁচে থাকবে আশা। এরপর অন্য সব ম্যাচের ফল আসতে হবে পক্ষে।
নেদাল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে লঙ্কানদের। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে নেপালের।
সুপার এইটের সম্ভাবনা বেঁচে আছে রোহিত পাউডেলদেরও। এর জন্য দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে পরের দুই ম্যাচে জিততে হবে তাদের। একই সঙ্গে কামনা করতে হবে নেদারল্যান্ডস যেন অন্তত একটি ম্যাচে হারে।
ফ্লোরিডার আবহাওয়ার পূর্বাভাসে ক্রিকেটপ্রেমীদের জন্য নেই সুখবর। বৃষ্টির জন্য লডারহিলের পরের তিন ম্যাচ নিয়েও আছে শঙ্কা। এই ম্যাচগুলোতে খেলবে ‘এ’ গ্রুপের ৫ দল ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।
এমটিআই