• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শুক্রবার থেকে শুরু ইউরো, জেনে নিন কবে কখন খেলা


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০২৪, ০৭:০১ পিএম
শুক্রবার থেকে শুরু ইউরো, জেনে নিন কবে কখন খেলা

ঢাকা : শুক্রবার থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপা। জার্মানির ১০ ভেন্যুতে বসবে এবারের জমজমাট আসর। লম্বা বাছাইপর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।

গ্রুপিং

গ্রুপ এ:   জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি:   স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি:   স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি:   পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই:    বেলজিয়াম, স্লোভাকিয়া, রুমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

    প্রথম পর্ব

    তারিখ    ম্যাচ                               বাংলাদেশ সময়     ভেন্যু
    ১৪ জুন    জার্মানি-স্কটল্যান্ড                  রাত ১টা        মিউনিখ
    ১৫ জুন    হাঙ্গেরি-সুইজারল্যান্ড             সন্ধ্যা ৭টা       কোলোন
    ১৫ জুন    স্পেন-ক্রোয়েশিয়া                  রাত ১০টা       বার্লিন
    ১৫ জুন    ইতালি-আলবেনিয়া                রাত ১টা        ডর্টমুন্ড
    ১৬ জুন    পোল্যান্ড-নেদারল্যান্ডস          সন্ধ্যা ৭টা      হামবুর্গ
    ১৬ জুন    স্লোভেনিয়া-ডেনমার্ক               রাত ১০টা     স্টুটগার্ট
    ১৬ জুন    সার্বিয়া-ইংল্যান্ড                    রাত ১টা       জেলজেনকিরখেন
    ১৭ জুন    রুমানিয়া-ইউক্রেন                 সন্ধ্যা ৭টা      মিউনিখ
    ১৭ জুন    বেলজিয়াম-স্লোভাকিয়া            রাত ১০টা      ফ্রাঙ্কফুর্ট
    ১৭ জুন    অস্ট্রিয়া-ফ্রান্স                       রাত ১টা        ডুসেলডর্ফ
    ১৮ জুন    তুরস্ক-জর্জিয়া                       রাত ১০টা      ডর্টমুন্ড
    ১৮ জুন    পর্তুগাল-চেক প্রজাতন্ত্র            রাত ১টা        লাইপজিগ
    ১৯ জুন    ক্রোয়েশিয়া-আলবেনিয়া          সন্ধ্যা ৭টা       হামবুর্গ
    ১৯ জুন    জার্মানি-হাঙ্গেরি                    রাত ১০টা      স্টুটগার্ট
    ১৯ জুন    স্কটল্যান্ড-সুইজারল্যান্ড          রাত ১টা        কোলোন
    ২০ জুন    স্লোভেনিয়া-সার্বিয়া                সন্ধ্যা ৭টা       মিউনিখ
    ২০ জুন    ডেনমার্ক-ইংল্যান্ড                 রাত ১০টা     ফ্রাঙ্কফুর্ট
    ২০ জুন    স্পেন-ইতালি                       রাত ১টা       জেলজেনকিরখেন
    ২১ জুন    স্লোভাকিয়া-ইউক্রেন               সন্ধ্যা ৭টা      ডুসেলডর্ফ
    ২১জুন     পোল্যান্ড-অস্ট্রিয়া                  রাত ১০টা     বার্লিন
    ২১ জুন    নেদারল্যান্ডস-ফ্রান্স               রাত ১টা       লাইপজিগ
    ২২ জুন    জর্জিয়া-চেকরিপাবলিক           সন্ধ্যা ৭টা       হামবুর্গ
    ২২ জুন    তুরস্ক-পর্তুগাল                      রাত ১০টা      ডর্টমুন্ড
    ২২ জুন    বেলজিয়াম-রুমানিয়া              রাত ১টা       কোলোন
    ২৩জুন     সুইজারল্যান্ড-জার্মানি             রাত ১টা       ফ্রাঙ্কফুর্ট
    ২৩ জুন    স্কটল্যান্ড-হাঙ্গেরি                  রাত ১টা       স্টুটগার্ট
    ২৪ জুন    আলবেনিয়া-স্পেন                 রাত ১টা       ডুসেলডর্ফ
    ২৪ জুন    ক্রোয়েশিয়া-ইতালি                রাত ১টা       লাইপজিগ
    ২৫ জুন    ফ্রান্স-পোল্যান্ড                     রাত ১০টা     ডর্টমুন্ড
    ২৫ জুন    নেদারল্যান্ডস-অস্ট্রিয়া            রাত ১০টা     বার্লিন
    ২৫ জুন     ডেনমার্ক-সার্বিয়া                  রাত ১টা        মিউনিখ
    ২৫ জুন     ইংল্যান্ড-স্লোভেনিয়া              রাত ১টা       কোলোন
    ২৬ জুন     স্লোভাকিয়া-রুমানিয়া             রাত ১০টা    ফ্রাঙ্কফুর্ট
    ২৬ জুন     ইউক্রেন-বেলজিয়াম              রাত ১০টা    স্টুটগার্ট
    ২৬ জুন     জর্জিয়া-পর্তুগাল                   রাত ১টা      জেলজেনকিরখেন
    ২৬ জুন     চেক প্রজাতন্ত্র-তুরস্ক               রাত ১টা      হামবুর্গ


     
    রাউন্ড অব সিক্সটিন

    তারিখ                   ম্যাচ                     বাংলাদেশ সময়    ভেন্যু
    ২৯ জুন           এ-২ বনাম বি-২               রাত ১০টা        বার্লিন
    ৩০ জুন           এ-১ বনাম সি-২               রাত ১টা          ডর্টমুন্ড
    ৩০ জুন           সি-১ বনাম ডি/ই/এফ-৩      রাত ১০টা       জেলজেনকিরখেন
    ৩০ জুলাই        বি-১ বনাম এ/ডি/ই/এফ-৩   রাত ১টা         কোলোন
    ১ জুলাই          ডি-২ বনাম ই-২                রাত ১০টা        ডুসেলডর্ফ
    ১ জুলাই          এফ-১ বনাম এ/বি/সি-৩      রাত ১টা          ফ্রাঙ্কফুর্ট
    ২ জুলাই          ই-১ বনাম এ/বি/সি/ডি-৩     রাত ১০টা        মিউনিখ
    ২ জুলাই           ডি-১ বনাম এফ-২             রাত ১টা        লাইপজিগ

    কোয়ার্টার ফাইনাল

    তারিখ                     ম্যাচ                        বাংলাদেশ সময়    ভেন্যু
    ৫ জুলাই     শেষ ষোলো ২ জয়ী বনাম ৪ জয়ী     রাত ১০টা        স্টুটগার্ট
    ৬ জুলাই     শেষ ষোলো ৫ জয়ী বনাম ৬ জয়ী    রাত ১টা          হামবুর্গ
    ৬ জুলাই     শেষ ষোলো ১ জয়ী বনাম ৩ জয়ী    রাত ১০টা        ডুসেলডর্ফ
    ৬ জুলাই     শেষ ষোলো ৭ জয়ী বনাম ৮ জয়ী    রাত ১টা           বার্লিন
     
    সেমিফাইনাল

    তারিখ                ম্যাচ                 বাংলাদেশ সময়               ভেন্যু
    ৯ জুলাই      কোয়ার্টার ১ ও ২ জয়ী    রাত ১টা                      মিউনিখ
    ১০ জুলাই    কোয়ার্টার ৩ ও ৪ জয়ী    রাত ১টা                      ডর্টমুন্ড
     
    ফাইনাল

    তারিখ                ম্যাচ                  বাংলাদেশ সময়              ভেন্যু
    ১৫ জুলাই     সেমিফাইনাল ১ ও জয়ী    রাত ১টা                    বার্লিন

এমটিআই

Wordbridge School
Link copied!