• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃষ্টির কারণে টস হতে দেরী


ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০২৪, ০৮:০৯ পিএম
বৃষ্টির কারণে টস হতে দেরী

ঢাকা: দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের স্মৃতি বিজড়িত কিংস টাউনের সেন্ট ভিনসেন্টের এই মাঠেই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে হেরেছিল টাইগাররা।

আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ রানে জিতেছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল ৮ রানের ব্যবধানে।

সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ৭ বারের দেখায় ৪-৩ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৪ ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে যথা সময়ে টস করতে পারেননি দুই অধিনায়ক। টস করতে এসে আবারও ফিরে গেছেন তারা। কিছুক্ষণ পর আবারও তাদের টস করতে নামতে দেখা যাবে।

এআর

Wordbridge School
Link copied!