• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিসিবির কোচ এহসান মারা গেছেন


স্পোর্টস ডেস্ক জুন ১৮, ২০২৪, ০৭:১৭ পিএম
বিসিবির কোচ এহসান মারা গেছেন

ঢাকা: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন বিসিবির স্বনামধন্য কোচ জাফরুল এহসান। ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) সকালে ঢাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছে বিসিবি।

২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হন জাফরুল। এর পর থেকে ক্রিকেট বোর্ডের বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন তিনি। জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত।

জাফরুল কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবেও। লেভেল-৩ সার্টিফায়েড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভিন্ন ভিন্ন দলের কোচিং স্টাফেও যুক্ত ছিলেন। 

আইএ

Wordbridge School
Link copied!