• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

খেলাপ্রেমীরা ঘুমাবেন কখন


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০২৪, ১০:০৩ পিএম
খেলাপ্রেমীরা ঘুমাবেন কখন

ঢাকা : খেলাপ্রেমী যারা, তারা খেলাতেই খাওয়া কিংবা খেলাতেই ঘুম খুঁজে বেড়ান। এমনই একটি রাত এসেছে আজ। যে রাতটা শুধুই খেলার। আজ সন্ধ্যা থেকে কাল সকাল অবধি টানা খেলা চলতেই থাকবে। সময়ের হিসেবে যা একটানা ১৫ ঘণ্টা। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে, খেলাপ্রেমীরা ঘুমাবেন কখন?

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় ইউরোতে স্লোভানিয়ার মুখোমুখি হবে সার্বিয়া। এই খেলার দর্শক সংখ্যাও কম হবে না। ফুটবল নিয়ে যাদের খুঁটিনাটি আগ্রহ আছে, তারা খেলাটি দেখবেনই। তাছাড়া এই দল দুটির গ্রুপ ‘সি’তে আছে ইংল্যান্ড। কোন দল জিতলে কি সমীকরণ দাঁড়ায়, ইংলিশ ফুটবলের ভক্তরা সেটা দেখার জন্য মুখিয়ে থাকবেনই।

রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত-আফগানিস্তানের ম্যাচ। সুপার এইটে রোহিত শর্মারা আগে থেকেই ফেভারিট। আফগানরাও পিছিয়ে নেই। রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিবুর রহমানদের স্পিন ভেলকিতে কাবু হয়েছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা। ফজলহক ফারুকির মতো পেসারও আছে এই দলে। খেলাটি যে উত্তেজনার পারদ ছড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচটাও তাই মিস করবেন না খেলাপ্রেমীরা।

রাত ১০টায় ইউরোর খেলায় ডেনমার্কের মুখোমুখি হবে ইংলিশরা। এই উপমহাদেশেও আছে তাদের অনেক ভক্ত। হ্যারি কেইনের পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার রাত এটা। তাই সুযোগ হাতছাড়া করবেন না বায়ার্ন মিউনিখের অনেক সমর্থকও। কারণ কেইন তো মিউনিখেরই ঘরের ছেলে।

রাত ১টা শুরু হবে আরও জমজমাট আর উত্তেজনাপূর্ণ এক ম্যাচ। সেই লড়াইয়ে স্পেনের বিপক্ষে খেলতে নামবে ইতালি। ইতালি গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু ইউরোপ সেরা দলটি বিশ্বকাপ ফুটবলের গত দুই আসরে অংশই নিতে পারেনি। এই ইতালির কাছে হেরেই গত বছর ঘরের মাঠে শিরোপা খুঁইয়েছিল ইংল্যান্ড। একই আসরে স্পেনকে হারিয়েই ফাইনালে উঠেছিল ইতালি। যে ইতালিকে হারিয়ে ২০১২ সালে ইউরো জিতেছিল স্প্যানিশরা। আবার উপমহাদেশে দল দুটির সমর্থকও কম নয়। অনেকেই দেখবেন এই খেলা। তাই এই ম্যাচটা ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। ম্যাচটা শেষ হবে আবার রাত ৩টায়।

এই খেলা শেষ হওয়ার আড়াই ঘণ্টা পর দুটি খেলা চলবে একসঙ্গে। শুক্রবার সকাল আবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন। সকাল ৬টায় যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে দলটির আবার ভক্ত বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের অর্ধেকেই। লিওনেল মেসিকে আবার প্রতিপক্ষের সমর্থকরাও পছন্দ করেন। আর তাই এই দলের খেলা মিস করবেন না। সমর্থকরা তো নয়ই।

সাড়ে ৬টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একইসময়ে দুটি খেলা হওয়াতে অনেকেই দুই ডিভাইস ব্যবহার করবেন। একটিতে বাংলাদেশের খেলা, অন্যটিতে আর্জেন্টিার খেলা দেখবেন বলে মত দিয়েছেন তারা।

শুধু আজকেই না। আগামী প্রায় এক মাস এভাবে খেলা দেখে সময় পাড় করবেন খেলাপ্রেমীরা। কারণ একসঙ্গে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকার খেলা।

এমটিআই

Wordbridge School
Link copied!