• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টস


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০২৪, ০৬:৩১ এএম
বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের টস

ঢাকা : বিশ্বকাপে মাঠে নামার আগেও ক্রিকেটে বাজে সময় কাটছিল বাংলাদেশের। তবে সেই সময় পেছনে ঠেলে গ্রুপপর্বের বৈতরণী পেরিয়ে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। এখন লক্ষ্যটা সেমিফাইনালের।

যেই লক্ষ্যে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ৬ টায় টস হওয়ার পর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৬ টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ায় বিলম্বিত হচ্ছে টস।

সুপার এইটে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বৃষ্টির বাগড়ায় পড়েছে বাংলাদেশ। তবে আশার কথা বৃষ্টি ততটা জোরাল নয়। কাভার সরিয়ে খুব শিগগরই টস মাঠে গড়ানোর কথা রয়েছে।

বাংলাদেশের এই ম্যাচটি হচ্ছে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। যেখানে একদিন আগেই দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র ম্যাচ খেলেছে। সেই ম্যাচে বেশ ভালোই রানের দেখা মিলেছে। তাছাড়া গ্রুপপর্বের ম্যাচেও এখানে রান পেয়েছে ব্যাটাররা। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটিও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষায় দিতে হবে অজি ব্যাটারদের সামনে।

এর আগে গ্রুপপর্বে সবকটি ম্যাচ জিতে সুপার এইটে পা রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সুপার এইটে উঠার পথে বাংলাদেশ হেরেছে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জয় পেয়েছে শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

এমটিআই

Wordbridge School
Link copied!