• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মেহেদিকে একাদশে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০২৪, ০৬:৪১ এএম
মেহেদিকে একাদশে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা : পরপর দুই ম্যাচ জিতলেও সুপার এইটের শুরুতে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনল বাংলাদেশ। জাকের আলির পরিবর্তে টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেলেন শেখ মেহেদি হাসান।

মেহেদির অন্তর্ভুক্তিতে স্পিন বিভাগে শক্তি বাড়ল বাংলাদেশের। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের সঙ্গে অফ স্পিন করবেন মেহেদি। পেস বিভাগে আগের তিনজনকেই রাখল বাংলাদেশ।

টস শুরুর আগেই হঠাৎ বৃষ্টি অ্যান্টিগায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। তবে সেই বৃষ্টির স্থায়িত্ব ছিল কয়েক মিনিটের। যার কারণে টস বিলম্বিত হলেও খেলা শুরু করতে খুব একটা বেগ পেতে হয়নি মাঠ কর্মীদের। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই হয়েছে টস। যেখানে হেসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

বাংলাদেশের এই ম্যাচটি হচ্ছে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। যেখানে একদিন আগেই দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র ম্যাচ খেলেছে। সেই ম্যাচে বেশ ভালোই রানের দেখা মিলেছে। তাছাড়া গ্রুপপর্বের ম্যাচেও এখানে রান পেয়েছে ব্যাটাররা। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটিও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষায় দিতে হবে অজি ব্যাটারদের সামনে।

গ্রুপপর্বে অবশ্য বোলাররাই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। কেননা, এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পেস আক্রমণ ভাগ বাংলাদেশের। পরিসংখ্যান অন্তত সেটাই বলছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভালো বোলিং করেছে বাংলাদেশি পেসাররাই। মুস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিব ৪ ম্যাচে ৯.৯৫ গড়ে নিয়েছেন ২৩টি উইকেট, ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৪.৮৭ রান। যা গ্রুপপর্বে বাকি দলগুলোর মধ্যে সবার সেরা। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচেও পেসারদের থেকে দারুণ কিছুই প্রত্যাশা করছে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়া অবশ্য বরাবরই বেশ শক্তিশালী দল। গ্রুপপর্বে সবকটি ম্যাচ জিতেছে তারা। তাছাড়া কদিন আগেই ওয়ানডে বিশ্বকাপ জিতে এসেছে দলটি। তবে তাদের বিপক্ষে বাংলাদেশের সব ফরম্যাটেই জয় আছে। যা এই ম্যাচে নামার আগে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে নিশ্চয়। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।

এমটিআই

Wordbridge School
Link copied!