• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের পথের কাঁটা কে, যা বললেন জহির খান


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০২৪, ০২:৩৯ পিএম
ভারতের পথের কাঁটা কে, যা বললেন জহির খান

ঢাকা: বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত অপরাজিত দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জেতা ভারত সুপার এইটে প্রথম ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকেও।

অন্যদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। এরপরও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না ভারতের কিংবদন্তি পেসার জহির খান। ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের টক শোতে বাংলাদেশকে ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন জহির। পাশাপাশি ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে জ্বলে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী সাবেক এই পেসার।

ভারতের বিপক্ষে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না উল্লেখ করে জহির বলেছেন, ‘ভারতের জন্য প্রক্রিয়াগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করা জরুরি। যে কাজগুলো ভালোভাবে করে আসছে, সেগুলোকে আরও ভালো করতে হবে। ভালো ক্রিকেট খেলেই সামনে এগিয়ে যেতে হবে। ৎৎবাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। 

কারণ, সব সময় সতর্ক থাকতে হয়। কোনো একটি পর্যায়ে আপনি পেছন পড়ে যেতে পারেন না। কিংবা কোনো একটা ধাপে বাজে করা যাবে না যেন বাংলাদেশ সুযোগ পেয়ে যায়। বাংলাদেশ দলের মধ্যে এই আত্মবিশ্বাস ফেরানো যাবে না যে এই ম্যাচ তারাও জিততে পারে।’

এই ম্যাচে ভালো করতে হলে বাংলাদেশকে শুরু থেকে আত্মবিশ্বাসী থাকতে হবে জানিয়ে জহির আরও বলেছেন, ‘বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন, তখন আপনাকে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে দিনটা আপনার হলে এবং আপনি যদি সুযোগ পান, তবে অবশ্যই ভালো কিছু করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশও সেভাবেই ভাবছে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশকে দারুণ কিছু করে দেখাতে হলে ব্যাটিংয়ে সাকিবকে ভালো করতে হবে বলে মনে করেন জহির, ‘সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, আমরা দেখেছি, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 

এ ছাড়া মাহমুদউল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয়ের ওপরও দায়িত্ব থাকবে ভালো করার। ভালো শুরু এনে দেওয়াও লিটন দাসের দায়িত্ব।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা সেরা ছন্দে আছেন। তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হাসানরা নিজেদের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছেন। তবে জহিরের মতে ভারতের মতো দলকে হারাতে হলে সামনে থেকে বল হাতে নেতৃত্ব দিতে হবে মোস্তাফিজকে, ‘বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে।’

এআর

Wordbridge School
Link copied!